বক্স অফিসে ‘রেঙ্গুন’ ফিল্মটির ব্যর্থতার পর অভিনেত্রী কঙ্গনা রানৌত এখন হানসাল মেহতার ‘সিমরান’-এর শুটিং শেষ করতে ব্যস্ত। এছাড়া তিনি রানি লক্ষ্মীবাইয়ের জীবন নিয়ে আরেকটি চলচ্চিত্রের কাজ শুরু করবেন।
এক সাক্ষাৎকারে তিনি স্বীকার করেছেন তার সর্বশেষ ফিল্মটির ব্যর্থতা তার আত্মবিশ্বাসকে নাড়া দিয়েছে। তার বিশ্বাস ছিল সাফল্যের জন্য যা উপাদান প্রয়োজন তার সবই ছিল ফিল্মটিতে। তিনি জানান এর আগে তার ধারণা ছিল তার অভিনীত ফিল্ম সফল না হলে তাকে তা প্রভাবিত করবে না। কিন্তু এবার পরিস্থিতি ছিল ভিন্ন কারণ চলচ্চিত্রটির সাফল্যের সিংহভাগই ছিল তার পারফরমেন্সের ওপর। তিনি অনুভব করেন তার তারকা অবস্থান এখন তুলনামূলকভাবে অনেক বেশি এই ব্যর্থতার দায় তার ওপর বেশি চাপানো হচ্ছে।
তার ক্যারিয়ারের বর্তমান দুর্বল অবস্থায় অনেকেই কোনও কারণ ছাড়াই তার ওপর দোষ চাপাচ্ছে। ‘রেঙ্গুন’ ফিল্মটি বিপুল বাজেটে নির্মিত বলে এবং তার চরিত্রের ওপরই এর পুরো প্রচার কেন্দ্রীভুত থাকার কারণে তিনি আসলেও ভীষণ বিব্রত বোধ করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন