শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

পাবনার ঈশ্বরদীতে শ্বশুর-জামাই বিরোধ প্রভাব পড়ছে আ’লীগের স্থানীয় রাজনীতিতে

| প্রকাশের সময় : ২১ মে, ২০১৭, ১২:০০ এএম


পাবনা জেলা ও ঈশ্বরদী উপজেলা সংবাদদাতা : পাবনার ঈশ^রদীতে ভূমিমন্ত্রীর পুত্র-জামাই এর কারণে  আওয়ামী লীগের রাজনীতি বিপর্যপ্ত হয়ে পড়েছে বলে মনে করছেন অনেকেই। শ্বশুড়-জামাইয়ের বিরোধ চলছে দীর্ঘদিন ধরে। এই বিরোধ নিষ্পত্তি করতেও আওয়ামী লীগের জেলা ও উপজেলা পর্যায়ের কোন প্রাজ্ঞ রাজনীতিক এগিয়ে আসেনি পারিবারিক কারণ বলে। এর খেসারতে আধিপত্য, শক্তির প্রর্দশন ইত্যাদি হওয়ার ফলে ঈশ্বরদীতে এক নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। মন্ত্রী পুত্রসহ ১১ জনকে পুলিশ অবশেষে গ্রেফতার করে। আওয়ামী লীগের ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু এম.পি ও জামাই পৌর মেয়র আবুল কালাম আজাদের মধ্যে চলমান দ্ব›দ্ব এর প্রভাব আওয়ামী লীগের উপর এসে পড়েছে বলে অনেকে মনে করছেন। এদিকে, ভূমিমন্ত্রী এক সূত্র জানান, মন্ত্রীর ইমেজ নষ্ট করতে মহল বিশেষ প্রচারণা চালিয়ে যাচ্ছে। একথা মানতে চাচ্ছে না মেয়র আবুল কালাম আজাদের সমর্থকরা । তাঁরা বলছেন, মেয়রের সমর্থকদের ব্যবসা প্রতিষ্ঠান , বাড়ি-ঘরে হামলা ভাঙ্চুর করে সন্ত্রাসী কর্মকান্ড চলানো হয়েছে। যা মোটেও ঠিক হয়নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন