রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ওপর ভরসা হারিয়েছে ইউরোপ

| প্রকাশের সময় : ৩০ মে, ২০১৭, ১২:০০ এএম

মারকেল ইউরোপীয় দেশগুলোর ভবিষ্যতের ভার নিজেদেরই নিতে হবে
ইনকিলাব ডেস্ক : এখন আর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ওপর ভরসা করতে পারে না ইউরোপ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জয় ও যুক্তরাজ্যে ব্রেক্সিট নির্বাচনের পরে এ ভরসার জায়গাটা নষ্ট হয়েছে। তাই ইউরোপীয় দেশগুলোকে নিজেদের ভবিষ্যতের ভার নিজেদেরই নিতে হবে। সেই অনুযায়ী কাজ করতে হবে। গত রোববার মিউনিখে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল এমন মন্তব্য করেন। সিসিলিতে শীর্ষ সাত অর্থনীতির জোট জি-৭ এর ৪৩তম  বৈঠক শেষে দেশে ফিরেন মারকেল। এর পরপরই তিনি এমন মন্তব্য করলেন। তাই মনে করা হচ্ছে, জি-৭  বৈঠকের অভিজ্ঞতা তার এমন মন্তব্যের কারণ।  বৈঠকে রক্ষণশীলতার বিরুদ্ধে যুদ্ধের বিষয়ে দেশগুলো একমত হলেও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্যারিস চুক্তি কার্যকরের বিষয়ে একমত হতে ব্যর্থ হন। ভিন্নমত এসেছে ট্রাম্পের পক্ষ থেকে। তিনি এ চুক্তি কার্যকরের বিষয়ে তার দেশের সিদ্ধান্তের কথা পরে জানাবেন বলে জানিয়েছেন। মনে করা হচ্ছে, তিনি চুক্তিটি বাতিল করবেন। আর এ বিষয়টি নিয়ে হতাশ ও ক্ষুব্ধ মারকেল। তিনি এ  বৈঠক ও বিশ্ব নেতাদের ভিন্ন অবস্থানকে ‹খুব কঠিন› এবং খুবই অসন্তোষজনক হিসেব বর্ণনা করেছেন। দেশে ফিরে নির্বাচনী প্রচারণায় মারকেল বলেন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সাথে ভাল সম্পর্ক রাখলেও তাদের ওপর আর ভরসা করা যায় না। গত কয়েক দিনে আমি তা বুঝতে পেরেছি। তাই ইউরোপের ভবিষ্যতের জন্য নিজেদেরই লড়াই করতে হবে। তবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী মারকেল। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য, এমনকি রাশিয়ার সঙ্গেও আমরা বন্ধুত্ব চাই, কিন্তু ভবিষ্যতে স্বপ্ন পূরণের লড়াই আমাদেরই করতে হবে। আপনাদের সাথে নিয়ে আমি সেটাই করতে চাই। প্রসঙ্গত, আসছে ২৪ সেপ্টেম্বর জার্মানিতে সাধারণ নির্বাচন। এ নির্বাচনকে চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেলের জন্য অগ্নিপরীক্ষা হিসেবে বিবেচনা করা হচ্ছে। তিনি চতুর্থবারের মত নির্বাচনে লড়ছেন। জনমত জরিপগুলো তার জয়ের পূর্বাভাস দিয়েছে। যদি উদার শরণার্থী নীতি তার জয়ের পথে প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখা দেবে বলে বিশ্লেষকদের মত। বিবিসি, দ্য টেলিগ্রাফ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন