শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

পুনঃনিরীক্ষণে ১৬৭৯ জনের এসএসসি’র ফল পরিবর্তন

| প্রকাশের সময় : ৩১ মে, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : চলতি বছর এসএসসি পরীক্ষার ফল চ্যালেঞ্জ করায় ঢাকা বোর্ডের এক হাজার ৬৭৯ জনের ফল পরিবর্তন হয়েছে। আগের ফলাফলে অকৃতকার্য শিক্ষার্থীদের ২০৫ জন উত্তীর্ণ হয়েছে। এছাড়া নতুন করে জিপিএ-৫ পেয়েছে ২৭০ জন। গতকাল (মঙ্গলবার) ঢাকা শিক্ষাবোর্ডের পুনঃনিরীক্ষার ফল প্রকাশের পর এসব তথ্য জানা যায়। গত ৪ মে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর ঢাকা শিক্ষাবোর্ডের ৫৫ হাজার ৩৩০ শিক্ষার্থী আপত্তি জানায় এবং এক লাখ ৩১ হাজার ২২টি পত্রের ফলাফল পুনরায় নিরীক্ষণ চেয়ে আবেদন করে। পুনঃনিরীক্ষার ফলে দেখা গেছে, আবেদনকারীদের মধ্যে এক হাজার ৬৭৯ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ২৭০ জন। অকৃতকার্য থেকে পাস করেছে ২০৫ জন। এছাড়া বাংলা ও গণিতে এক হাজার ৭০০ জনের ফলাফলেও পরিবর্তন হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক শাহেদুল খবির চৌধুরী বলেন, প্রতিবারের ন্যায় এবারো নির্ধারিত সময়ে ফল ঢাকা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। পরিবর্তিত ফল অনুযায়ী নতুন করে নম্বরপত্র দেয়া হবে। এদিকে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা অনুযায়ী গত ২৬ মে আবেদনের সময় শেষ হয়েছে। নতুন করে গতকাল ও আজ একাদশে ভর্তি আবেদন জমা নেওয়া হবে। প্রথম ধাপে ৫ জুন, দ্বিতীয় ধাপে ১৩ জুন ও তৃতীয় ধাপে ১৯ জুন ভর্তি তালিকা প্রকাশ করা হবে।####

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন