শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী বিশ্ব

উপসাগরীয় সংকট নিরসনে নওয়াজের সউদি সফর

বাদশাহ সালমান বিন আবদুল আজিজের সঙ্গে বন্দরনগরী জেদ্দায় বৈঠক অনুষ্ঠিত

| প্রকাশের সময় : ১৪ জুন, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিরসনের জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ গত সোমবার একদিনের জন্য সউদি আরব সফর করেন। এ সফরকালে তার সাথে ছিলেন সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, সউদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের সঙ্গে নওয়াজ শরীফ বন্দরনগরী জেদ্দায় বৈঠক করেন। সফরে যাওয়ার আগে নওয়াজ শরীফের বাসভবন থেকে দেয়া এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়- পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের দেশগুলোর মধ্যকার চলমান জরুরি পরিস্থিতির কারণে এ সফর অনুষ্ঠিত হচ্ছে। পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজও প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে ছিলেন। পাকিস্তানের এ প্রতিনিধিদলকে জেদ্দায় স্বাগত জানান পবিত্র মক্কার গভর্নর প্রিন্স ফয়সাল বিন আবদুল আজিজ। পরে নওয়াজ শরীফের সঙ্গে সউদি রাজার বৈঠক হয় এবং প্রতিনিধিদলের সম্মানে সউদি রাজা ইফতার ও নৈশভোজের আয়োজন করেন। কাতারের সঙ্গে সউদি আরবসহ চারটি আরব দেশ সম্পর্ক ছিন্ন করার পর উদ্ভূত পরিস্থিতিতে পাক প্রধানমন্ত্রী গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং সংকট নিরসনে সব ধরনের প্রচেষ্টা চালাবেন বলে প্রতিশ্রæতি ব্যক্ত করেন। গত ৮ জুন কাজাখস্তানের রাজধানীতে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা পরিষদের সম্মেলন থেকে নওয়াজ শরীফ বলেন, তিনি শিগগিরি কাতার ও কুয়েত সফর করবেন। তারই অংশ হিসেবে তিনি প্রথমে সউদি সফর করলেন বলে মনে করা হচ্ছে। তবে বৈঠকে আলোচনার বিষয়বস্তু ও ফলাফল সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। এক্সপ্রেস ট্রিবিউন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
হারুন ১৪ জুন, ২০১৭, ২:১০ এএম says : 1
আশা করি এবার সমস্যার সমাধান হবে।
Total Reply(0)
মোঃ মুন্নাফ হোসেন ১৪ জুন, ২০১৭, ২:৫৩ পিএম says : 0
দ্রুত সম্যসা সমাধানের ব্যাবস্তা নেওয়া দরকার,,, নেওয়াজ শরিফ কে মোবারক বাদ জানাই।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন