বলিউড সুপারস্টার সালমান খান জানিয়েছেন তার ভাই আরবাজ খান ‘দাবাং থ্রি’ পরিচালনা করতে চাইছে না, সুতরাং তাদের এখন একজন ‘ভাল পরিচালক’ খুঁজে পেতে হবে। উল্লেখ্য সালমানের আরেক ভাই সোহেল খান তার অভিনয়ে আসন্ন চলচ্চিত্র ‘টিউবলাইট’ পরিচালনা করেছেন।
সোহেল সালমানের অভিনয়ে ‘আউজার’, ‘জয় হো’, ‘হ্যালো ব্রাদার’ এবং ‘পেয়ার কারনা তো ডরনা কেয়া’ ফিল্মগুলো এবং আরবাজ শুধু ‘দাবাং টু’ পরিচালনা করেছেন। তার দুই ভাইয়ের মধ্যে পরিচালক হিসেবে ভাল কে জানতে চাইলে সালমান বলেন, “আরবাজ যেহেতু পরিচালনায় আগ্রহী নয় তাই আমার মনে হয় সোহেলই পরিচালক হিসেবে অপেক্ষাকৃত ভাল কারণ তার ধৈর্য বেশি, এছাড়া সোহেলের সামনে কাজে পরিবর্তন আনা যায় অন্য দিকে এমন পরিস্থিতিতে আরবাজ ঘাবড়ে যায় তার বøাড প্রেশার ওঠানামা করতে শুরু করে। এখন আমরা ‘দাবাং থ্রি’র কাজ শুরু করব শুনে সে (আরবাজ) বলল, ‘খুব ভাল, তবে আমি এটি পরিচালনা করব না, শুধু প্রযোজনা করব। তাই আমি জানিয়ে দিয়েছি, বেশ, তাহলে আমরা একজন ভাল পরিচালক খুঁজব।”
সোহেলের পরিচালনায় সালমান অভিনীত ‘টিউবলাইট’ এই ঈদে ২৩ জুন মুক্তি পাবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন