ইনকিলাব ডেস্ক : ইহুদিবাদী ইসরাইলি সেনারা অধিকৃত জেরুজালেম আল-কুদসে চার ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করেছে। কথিত ছুরিকাঘাত করার অভিযোগে এসব ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। শুক্রবার দামেস্ক গেটের কাছে এসব হতভাগ্য ফিলিস্তিনি যুবককে হত্যা করা হয়। অধিকৃত পূর্ব জেরুজালেম আল-কুদসের পুরনো শহরে প্রবেশের অন্যতম প্রধান দরজা হচ্ছে এই দামেস্ক গেট।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসরাইলি সেনারা হঠাৎ করে ভিড়ের মধ্যে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে শুরু করে। মসজিদের মাইক থেকে যখন মাগরিবের আজান ভেসে আসছিল তখন এই নির্বিচার গুলিবর্ষণ করা হয়। মুসলমানরা রমজান মাসে মাগরিবের আজান শুনে ইফতার করে থাকেন। এ ঘটনায় একজন ইসরাইলি নারী সেনা ও দুই বসতি স্থাপনকারী ইহুদিবাদী আহত হয়েছে বলে জানা গেছে।
২০১৫ সালের আগস্ট থেকে ইহুদিবাদী সেনারা মুসলমানদের প্রথম ক্বেবলা আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের প্রবেশাধিকার সীমিত করে দেয়। তখন থেকে দু’পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। গত প্রায় দুই বছরে ইসরাইলি সেনাদের হামলায় অন্তত ৩০০ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। সূত্র : পার্স টুডে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন