স্টাফ রিপোর্টার : ২০ দলীয় জোটের অন্যতম শরিক জাগপার সভাপতি অধ্যাপিকা রেহানা প্রধান রক্ত পিপাসু সরকারকে হটাতে দেশবাসীকে প্রস্তুতি নেবার আহŸান জানিয়ে বলেছেন, আওয়ামী লীগের শাসনে গণতন্ত্র এখন ক্ষত-বিক্ষত। ওদের আরো রক্তের প্রয়োজন। সুতরাং দিল্লীর দালালদের রুখতে হবে। তিনি আরো বলেন, আওয়ামী লীগের বেপরোয়া দুর্নীতির কারণে শহর-বন্দর, গ্রাম-গঞ্জের উন্নয়ন তলিয়ে যাচ্ছে। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়াতে পারেনি সরকার। আবগারি বাজেট ঘোষণা করে কৃষক-শ্রমিক, নি¤œ মধ্যবিত্ত মানুষের উপর লাল ঘোড়া দাবড়ানোর চেষ্টা করবেন না। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিন। সহায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করুন। গতকাল দিনাজপুর নাট্যমঞ্চে দিনাজপুর জেলা জাগপা আয়োজিত শোক সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, হিন্দুস্থানী দাদাগিরি বন্ধ করুন। দিল্লীকে বলুন সীমান্তে আমার কৃষক-শ্রমিক, নারী-পুরুষকে পাখির মত হত্যা বন্ধ করতে। পানির ন্যায্য হিস্যা চাই। নতুবা দিল্লীর দাস-দাসীদের রুখতে হবে। তিনি সকল দেশপ্রেমিক শক্তিকে ২০ দলীয় জোটনেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহŸান জানান।
দিনাজপুর জেলা জাগপার সভাপতি রকিব উদ্দিন চৌধুরী মুন্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহজাহান খোকনের পরিচালনায় বক্তব্য রাখেন জাগপার সিনিয়র সহ সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান, খন্দকার আবিদুর রহমান, অধ্যাপক ইকবাল হোসেন, রাশেদ প্রধান, ইনসান আলম আক্কাছ, শেখ ফরিদউদ্দিন, দিনাজপুর জেলা বিএনপি নেতা ও পৌর চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান উজ্জল প্রমূখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন