শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ-মেজর হাফিজ

| প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বর্তমান নির্বাচন কমিশনকে সরকারের আজ্ঞাবহ আখ্যা দিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, লন্ডন থেকে দেশে ফিরে বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া নির্বাচনকালীন সরকারের রূপরেখা দেবেন। গতকাল (শনিবার) রাজধানীর নয়াপল্টনে ভাসানী ভবন মিলনায়তনে জাতীয়তাবাদী মহিলা দল-ঢাকা মহানগর উত্তরের মিরপুর ও আদাবর থানা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মেজর হাফিজ বলেন, দেশ আজ বড় দুর্দিন অতিক্রম করছে। কোনো মানুষ নিরাপদে নেই। সর্বত্রই গুম, খুন, অপহরণে আতঙ্ক। বিগত দিনে আওয়ামী লীগ যে, হামলা মামলার রাজনীতি শুরু করেছিল সেই চরিত্র এখনো বদলাতে পারে নি। তারা সেই হামলা মামলা এখনো অব্যাহত রেখেছে। হাফিজ উদ্দিন আহমেদ সরকারের দিকে ইঙ্গিত দিয়ে বলেন, তারা প্রাণপণে চেষ্টা করছে বিএনপি যাতে নির্বাচনে না আসে। সরকার একটি আজ্ঞাবহ নির্বাচন কমিশন গঠন করেছে। যার মাধ্যমে তারা নির্বাচন পরিচালনা করবে। এই সরকারের অধীনে কোনো দিনও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এবং তারা সহজে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেবে না। গণআন্দোলনের মাধ্যমে সরকারকে বাধ্য করা হবে।
স¤প্রতি ফরহাদ মজহারের অপহরণ প্রসঙ্গে তিনি বলেন, তাকে জোর করে অপহরণ করা হয়েছে। অথচ পুলিশের আইজিপি বলছেন, তিনি স্বেচ্ছায় গিয়েছেন। আজ ফরহাদ মজহার যদি বিএনপি করতেন তাহলে তিনিও আর ফিরতেন না। বিগত বছরে বিএনপির চার শতাধিক নেতাকে গুম করা হয়েছে। যার তালিকা ইতোমধ্যে আমরা প্রকাশ করেছি। এই গুমের হাত থেকে সাবেক মন্ত্রীও রক্ষা পান নাই। মহিলা দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি পেয়ারা মোস্তফার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমিনা খাতুনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, যুবদলের মামুন হাসান, স্বেচ্ছাসেবক দলের ইয়াছিন আলী প্রমুখ।###

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন