সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

কর্মসংস্থান না থাকায় শিক্ষিত বেকার যুবকরা সমাজবিরোধী কর্মকান্ডে লিপ্ত-ড. মোশাররফ

| প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : দেশে কর্মসংস্থান না থাকায় শিক্ষিত বেকার যুবকরা হতাশা থেকে সমাজবিরোধী নানা কর্মকান্ডে লিপ্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, সরকারের সীমাহীন ব্যর্থতা এবং দু:শাসনে দেশ আজ সর্বগ্রাসী ধ্বংসের দ্বারপ্রান্তে। দেশে গণতন্ত্র, আইনের শাসন অনুপস্থিত। অর্থনীতি স্থবির। বিদেশী বিনিয়োগ বন্ধ। শিক্ষিত বেকার বাড়ছে। সর্বত্র চরম অস্থিরতা বিরাজমান। কর্মসংস্থান না থাকায় মেধাবী শিক্ষিত বেকার যুবকরা হতাশা থেকে জাঙ্গীবাদ, মাদকসহ সমাজবিরোধী নানা অনৈতিক কর্মকান্ডে লিপ্ত হচ্ছে। আইনশৃংখলা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। আইন শৃংখলা বাহিনীর লোকেরা সরকারী আদেশ মানছে না। যে যার ইচ্ছা, তা করছে। একটি দেশ এভাবে চলতে পারে না। দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা এবং একটি শান্তিময় সমাজ গড়তে জনগণের নির্বাচিত সরকারের কোন বিকল্প নেই। তাই জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনকালীন নিরপেক্ষ সহায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের ওপর গুরুত্বারোপ করেন বিএনপি’র নীতিনির্ধারক নেতা ড. মোশাররফ।
তিনি আজ মঙ্গলবার কুমিল­ার দাউদকান্দি পৌর সদরে ড. খন্দকার মোশাররফ হোসেন কলেজ প্রাঙ্গনে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এই সব কথা বলেন।
ড. মোশাররফ বলেন, সরকারের ইশারায় পাবলিক পরীক্ষায় পাশের হার বাড়ানো-কমানো হচ্ছে, যা নজিরবিহীন। অতীতে দেশে এ নজির ছিল না। বিগত বছরগুলোতে সরকার পাশের হার বাড়িয়ে শিক্ষার গুণগত মান ধ্বংস করেছে। মানুষের নানা সমালোচনার মুখে এ বছর পাশের হার কমাতে গিয়ে পুরো প্রক্রিয়াটি নিয়ন্ত্রণহীন ও বিপর্যস্ত করে ফেলেছে। এতে অবমূল্যায়নের শিক্ষার হয়ে ফলাফল বিপর্যয়ে ছাত্র-ছাত্রীরা হতাশ। ফলাফল বিপর্যয়ের জন্য শিক্ষার্থীদের অভিযোগের তীর সরকারের দিকে। আর এর জন্য সরকারই দায়ী।
ড. মোশাররফ নবীনবরণ অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের নকল প্রবণতা, মাদকাসক্তিসহ সকল অনৈতিক কর্মকান্ড পরিহার করার পরামর্শ দেন এবং বলেন, আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে তোমরা নিজেদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তোমরাই একদিন সুযোগ্য নেতৃত্ব দিয়ে দেশকে মর্যাদাশীল উন্নত জাতি হিসেবে প্রতিষ্ঠিত করবে।
কলেজের অধ্যক্ষ মো: রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন, কলেজ গভর্নিং বডির সভাপতি অধ্যাপক ড. নূরুল আমীন, সাবেক জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ জাহাঙ্গীর সরকার, ড. মোশাররফ ফাউন্ডেশন কলেজ গভর্নিং বডির সভাপতি ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন, ফাউন্ডেশনের সদস্য একেএম শামসুল হক ও দেলোয়ার হোসেন মিয়াজী, এবং কলেজ গভর্নিং বডির সদস্য নূর মোহাম্মদ সেলিম সরকার প্রমূখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন