স্টাফ রিপোর্টার : বঙ্গবন্ধু হত্যায় ষড়যন্ত্র ও পেছনে ইন্ধনদাতা হিসেবে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মরানোত্তর বিচারের দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
গতকাল শনিবার বিকালে গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউয়ে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শেখ কামালের জন্ম দিবসের আলোচনা সভায় তিনি এ দাবি করেন।
হানিফ বলেন, বঙ্গবন্ধুর পালতক খুনীদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার জন্য সরকারের কাছে আমরা দাবি জানাই। বঙ্গবন্ধু হত্যাকান্ডের জন্য যাদের বিচার হয়েছে শুধু তারা নয়, এর পিছন থেকে যারা ইন্ধন দিয়েছে এবং মুল চক্রান্তকারী জিয়াউর রহমানেরও বিচার করতে হবে। এ বিচার না হলে জাতির মধ্যে বিভক্তি দূর হবে না।
তিনি বলেন, ষড়যন্ত্র থেমে নেই, এখনও চলছে। জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য তারা বিশ্বের কাছে দেন দরবার করছে। মুসলিম বিশ্বের শত্রæ ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে বৈঠক করতে তারা কুণ্ঠা করে নাই। তাই ষড়যন্ত্রকারীদের প্রতিরোধ করতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
ষোড়শ সংশোধনী বাতিলের বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্যর প্রতি ইঙ্গিত করে আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেন, সুপ্রিম কোর্টের রায়ের পর আপনারা অনেক কথা বলছেন। সুপ্রিম কোর্টের অন্য একটি রায়ে আপনাদের অবৈধ সংগঠন বলা হয়েছে। সেই বিষয়টিও আপনাদের মনে করা প্রয়োজন। কারণ সেই রায়ের আলোকে চাইলে নির্বাচন কমিশন বিএনপিকে নিষিদ্ধ করতে পারে।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ। ###
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন