শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নবাব সিরাজউদ্দৌলা শাহাদতবার্ষিকী সংখ্যা

ক্যাসিনোর সাথে রাজনৈতিক দলের সম্পর্ক নেই

কুষ্টিয়ায় মাহবুবউল আলম হানিফ

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার : ক্যা | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০১৯, ১২:০০ এএম

সিনোর সাথে কোন রাজনৈতিক দলের সম্পর্ক নেই, তবে সংশ্লিষ্টতা খুঁজলে বিএনপি এর দায় এড়াতে পারেনা’ এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি। গতকাল বেলা ১১টায় কুষ্টিয়া শহরে পিটিআই রোডে নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, ক্যাসিনোর সাথে জড়িত সে আওয়ামী লীগের হলেও অপরাধী হিসেবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। যারা এটির সাথে রাজনৈতিক সংশ্লিষ্টতা খুঁজে বেড়াচ্ছেন তাদের উদ্দেশ্য তিনি বলেন, এর সাথে আওয়ামী লীগ বিএনপি বা অন্যান্য দলের লোকও আছে। তবে গ্রেফতারকৃত লোকমান বেগম খালেদা জিয়ার ঘনিষ্টজন, মির্জা আব্বাসের হাতে জিকে শামীমের উত্থান। মির্জা ফখরুল, মির্জা আব্বাসসহ বিএনপির আরো দু’ একজন নেতাকে জিকে শামীম মাসোহারা দিতেন। বিএনপি এসব দায় এড়াতে পারেনা। তাই যারা ক্যাসিনোর সাথে আওয়ামী লীগকে জড়াতে চান তারা আসলে দেউলিয়া হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে বলার আর কিছু খুঁজে পাচ্ছেন না। হানিফ বলেন, আমাদের প্রধানমন্ত্রী সকল ধরনের দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে আছেন।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বেগম খালেদা জিয়া কারাগার থেকে বের হোক তা বিএনপির নেতারাই চান না। গত চার মাস ধরে তার আইনজীবীরা মুভ করেন না। বিএনপি আসলে তাকে কারাগারে রেখে মুক্তির জন্য আন্দোলনের নাটক করে একটা অপরাজনীতি করার চেষ্টা করছে। এসময় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিাত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (4)
ahammad ৭ অক্টোবর, ২০১৯, ২:৪১ এএম says : 0
আপনাদের চএছায়ায় আর দলীয় পরিছয়েইত সব কিছু হচ্ছে, অনাকাঙ্খিত সত্য কথা স্বিকার করতে এত কষ্ট লাগে কেন ? মিথ্যা ছাপা বাজিতো খুবই করতে পারেন, জীবনের পড়ন্ত বা শেষ বয়সে এসে ইতিহাসের স্বাখ্খি থাকার মত কিছু করার চেষ্টা করুন। জাতীকে দয়াকরে আর বোকা বানাতে চেষ্টা না করার জন্য অনুরোধ রহিল।
Total Reply(0)
Nannu chowhan ৭ অক্টোবর, ২০১৯, ১০:২৫ এএম says : 0
Mr.Hanif, Even you say they have no connection of The Aowamilig but it's very much clear
Total Reply(0)
BILLAL ৭ অক্টোবর, ২০১৯, ১১:২৫ এএম says : 0
big mouth
Total Reply(0)
Nadim ahmed ৭ অক্টোবর, ২০১৯, ৬:৪৮ পিএম says : 0
Yes, Casino is not related to Political party, that's right. In fact, casino is related to the leaders of political parties.
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন