শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

তাদের বন্ধুত্ব এখনো অটুট

প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম | আপডেট : ১০:০১ পিএম, ১৮ আগস্ট, ২০১৭

বিনোদন ডেস্ক: জেমস ক্যামেরনের বিখ্যাত রোমান্টিক ছবি টাইটানিক দিয়ে তাদের বন্ধুত্ব শুরু। ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত টাইটানিক ছবিতে রোজ চরিত্রে কেট উইন্সলেট এবং জ্যাক চরিত্রে লিওনার্দো ডি ক্যাপ্রিও অভিনয় করেন। ২০ বছর হয়েছে ওই চলচ্চিত্রের বয়স। আর কেট ও ক্যাপ্রিওর স¤পর্ক এখনো চমৎকার। ডেইলি মেইল জানিয়েছে, কিছুদিন আগে এই টাইটানিক জুটিকে ফ্রান্সে একসঙ্গে ছুটি কাটাতে দেখা গেছে। গত জুলাই মাসে ফ্রান্সের সেইন্ট ট্রপেজে লিওনার্দোর পরিবেশভিত্তিক জলবায়ু সম্মেলনে যোগ দিয়েছিলেন কেট উইন্সলেট। জানা যায়, ফ্রান্সের সেইন্ট ট্রপেজে ছুটি কাটানোর সময় ক্যাপ্রিও ও কেটের বেশ কিছু ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। ছবিতে দুজনকে বেশ ফুরফুরে মেজাজে দেখা যায়। এজুটির শেষ সিনেমা ২০০৮ সালে মুক্তিপ্রপ্ত রেভুশনারি রোড। পরিবেশ ও জলবায়ু পরিবর্তন নিয়ে লিওনার্দো ডি ক্যাপ্রিও বেশ কয়েক বছর ধরে কাজ করছেন। অন্যদিকে কেট উইন্সলেট প্রতিবন্ধী শিশুদের জন্য এবং গৃহহীন ও ক্যানসারে আক্রান্ত মানুষদের জন্য কাজ করছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (4)
ফাহাদ ১৯ আগস্ট, ২০১৭, ১২:৪২ পিএম says : 0
আমার দেখা সেরা রোমান্টিক জুটি
Total Reply(0)
রেজবুল হক ১৯ আগস্ট, ২০১৭, ১২:৪৩ পিএম says : 0
ভালো অভিনেতা অভিনেত্রীদের ক্ষেত্রে এরকমই হয়।
Total Reply(0)
আসিফ ১৯ আগস্ট, ২০১৭, ১২:৪৪ পিএম says : 0
এই জুটিকে নিয়ে এখনও চাই পরিচালকরা কাজ করতে পারেন বলে আমি মনে করি।
Total Reply(0)
আবির ১৯ আগস্ট, ২০১৭, ১২:৪৭ পিএম says : 0
তাদের কার্যক্রমগুলো দেখলে বুঝা যায় যে, তারা ভালো অভিনেতা অভিনেত্রীর পাশপাশি ভালো মানুষও বটে।
Total Reply(1)
Rofiq ১৯ আগস্ট, ২০১৭, ১২:৪৮ পিএম says : 4
i agree with you

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন