৫ বছর পর আসছে ক্লোজআপ ওয়ান তারকা বিউটি'র গানের মিউজিক ভিডিও। ৭ অক্টবর তার জন্মদিন, সেই দিনই ‘পাষাণ বন্ধু’ শিরোনামে মিউজিক ভিডিওটি প্রকাশ করবেন বিউটি। মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন নাদিম খান ও রাজ রিপা। ভিডিও নির্মাণ করেছেন সুমিত্র ঘোষ ইমন। সম্প্রতি গাজীপুরে গানটির শূটিং শেষ হয়েছে। বিউটি বলেন, প্রায় ৫বছর পর আমার নতুন গানের মিউজি ভিডিও আসছে। ভিডিওটি প্রকাশ করবো আমার জন্মদিন ৭ অক্টবর। তার আগের দিন জিসান মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে ভিডিওটি প্রকাশিত হবে। বিউটি জানান, মাঝখানে আমি মা হয়েছি। বাচ্চা বড় হওয়ার জন্য অপেক্ষা করছিলাম। বাচ্চার বয়স এখন ২ বছর। এবার পুরোদমে কাজে ফিরেছি। আমি সব সময়ই ফোক ধাঁচের গান করি। এবারও এর ব্যতিক্রম হয়নি। উল্লেখ্য, এ পর্যন্ত বিউটির তিনটি একক, একটি দ্বৈত ও কিছু মিক্সড অ্যালবাম প্রকাশিত হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন