শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী বিশ্ব

রুশ-মার্কিন বিমান সমর্থন ছাড়া আইএসের বিরুদ্ধে কেউ এক ঘন্টাও টিকতে পারবে না

নতুন অডিও বার্তায় আল-বাগদাদি

এপি ও বিবিসি | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ইসলামিক স্টেটের (আইএস) সর্বোচ্চ নেতা আবু বকর আল-বাগদাদি লড়াই অব্যাহত রাখার শপথ ব্যক্ত করেছেন এবং মসুল হারানো সত্তে¡ও তার জিহাদিদের প্রশংসা করেছেন তিনি। তিনি বলেন, আইএসের বিরুদ্ধে লড়াইরত সিরিয়ার সরকারী বাহিনী, তাদের মিত্ররা ও অন্যান্য বাহিনী রাশিয়া ও আমেরিকার বিমান সমর্থন ছাড়া এক ঘন্টাও টিকতে পারবে না। বৃহস্পতিবার আইএসের প্রকাশিত এক অডিও রেকর্ড থেকে এ কথা জানা গেছে। আইএস বলেছে, এ অডিওটি নতুন। আইএস পরিচালিত আল ফুরকান আউটলেট আল-বাগদাদির এ অডিও রেকর্ডটি প্রকাশ করেছে। ৪৬ মিনিট দীর্ঘ এ অডিওর কন্ঠ অনেকাংশেই আইএসের শীর্ষ নেতার আগে প্রচারিত অডিওগুলোর মতই। লোকচক্ষুর অন্তরালে থাকা এ নেতা একবারই শুধু ২০১৪ সালের জুনে মসুলের বড় মসজিদে জনসমক্ষে খুতবা দিয়েছিলেন। বাগদাদির বলে মনে করা সর্বশেষ অডিও বার্তা প্রচারিত হয়েছিল গত নভেম্বরে। নতুন অডিওতে বাগদাদি সাম্প্রতিক পরাজয়ের প্রেক্ষিতে তার অনুসারীদের সান্ত¡না দেন। তিনি বলেন, আল্লাহকে সন্তুষ্ট করাই মুসলমানদের সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজ। তারপর হচ্ছে তাদের শত্রæ এবং আল্লাহর শত্রæদের বিরুদ্ধে বিজয় অর্জন। তিনি মসুল রক্ষায় বীরত্ব প্রদর্শনের জন্য তার যোদ্ধাদের প্রশংসা করেন। তিনি ইউরোপ, যুক্তরাষ্ট্র ও বিভিন্ন স্থানে জিহাদি গ্রæপের হামলাকে অব্যাহত সক্রিয়তার লক্ষণ বলে উল্লেখ করেন। তিনি জিহাদ অব্যাহত রাখার জন্য বিশ^ব্যাপী আইএস অনুসারীদের প্রতি আহবান জানান। তিনি শিয়া মতবাদী সংখ্যালঘু আলাবিদের শাসন মেনে না নেয়ার জন্য সিরিয়ার সুন্নি মুসলমানদের প্রতি আহবান জানান। আল কায়দা ইন ইরাক থেকে জন্ম নেয়া ইসলামিক স্টেটকে নেতৃত্ব দানকারী আড়ালে থাকা এ নেতাকে নিয়ে অনেক বিতর্ক রয়েছে। জুনে রুশ কর্মকর্তারা বলেছিলেন, সিরিয়ার রাক্কায় এক রুশ বিমান হামলায় বাগদাদির নিহত হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। শুক্রবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, অডিওর বক্তৃতায় যুক্তরাষ্ট্র ও জাপানকে উত্তর কোরিয়ার দেয়া হুমকির প্রসঙ্গ আছে। আছে ইরাকের মসুল যুদ্ধের কথা। ২০১৪ সালের জুলাই থেকে বাগদাদিকে প্রকাশ্যে দেখা যায়নি। তাঁর বেঁচে থাকা নিয়ে গুজব আছে। বাগদাদির মাথার মূল্য ২৫ মিলিয়ন মার্কিন ডলার ঘোষণা করে রেখেছে যুক্তরাষ্ট্র। অডিওটির বিষয়ে জানতে চাইলে আইএসবিরোধী যুদ্ধে নিয়োজিত মার্কিন বাহিনীর মুখপাত্র রায়ান ডিলন বলেন, বাগদাদির মৃত্যুর তথ্য যত দিন না নিশ্চিত হওয়া যায়, ততদিন তাঁরা ধরে নেবেন, তিনি বেঁচে আছেন। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের এক মুখপাত্র বলেন, তাঁরা অডিও টেপটির বিষয়ে অবগত আছেন। তাঁরা টেপটি পরীক্ষা করবেন। এর আগে একাধিকবার বাগদাদির মৃত্যুর খবর বের হয়েছিল।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (4)
sabuj ৩০ সেপ্টেম্বর, ২০১৭, ৮:১৭ এএম says : 0
what's their motivation
Total Reply(0)
Topu Rayhan ৩০ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ পিএম says : 4
ভুল কথা,,,, মার্কিন আর ইসরাইলী সমর্থন ছাড়া আইএস ১ দিনও কোন দেশের বিরুদ্ধে টিকতে পারবে না!!
Total Reply(0)
MD Azizul Hoque Chowdhury ৩০ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০১ পিএম says : 2
আমেরিকা ইসরাইল তোদের লালন পালন করে বলেই এত টিকে আছিস।তোদের ধংস অনিবার্য।
Total Reply(0)
আব্দুল্লাহ ইদ্রিস ৬ অক্টোবর, ২০১৭, ১২:১৩ এএম says : 0
বাগদাদী আই এস এখন কোথায় যখন রোহিঙ্গাদের নির্মম নির্যাতন করা হচ্ছে
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন