শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি উত্তর কোরিয়ার

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে রাশিয়ার এক আইনপ্রণেতা। গত শুক্রবার পিয়ংইয়ং থেকে ফিরে সাংবাদিকদের একথা জানান রুশ সংসদ সদস্য অ্যান্তন মোরোজোভ। গত শনিবার ব্রিটিশ বার্তা সংস্থার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। রুশ বার্তা সংস্থা আরআইএর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ২ থেকে ৬ অক্টোবর উত্তর কোরিয়া সফর করেছেন মোরোজোভ। তিনি বলেছেন, তারা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। আমাদের হিসেব দেখিয়েছেন তারা। তাদের দাবি, যুক্তরাষ্ট্রে আঘাত আনতে সক্ষম ওই ক্ষেপণাস্ত্র। খুব শিগগিরই তারা এই পরীক্ষা করবে বলে মনে করেন তিনি। এর আগে গত মাসে (আগস্ট) উত্তর কোরিয়া এমন একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে যা দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখন্ডে আঘাত হানা যায়। পিয়ংইয়ং বহুবার সরাসরি যুক্তরাষ্ট্রে আঘাত হানার হুমকি দিয়েছে। এরই ধারাবাহিকতায় রবিবার (৩ সেপ্টেম্বর) ক্ষেপণাস্ত্র বহনযোগ্য একটি হাউড্রোজেন বোমার সফল পরীক্ষা চালানোর দাবি করে পিয়ং ইয়ং। ষষ্ঠ দফায় চালানো এই পরমাণু পরীক্ষার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব উত্থাপন করে। পরিষদের ১৫ সদস্য দেশের সবাই নিষেধাজ্ঞার পক্ষে রায় দেয়। ওই নিষেধাজ্ঞার আওতায় কয়লা, সীসা ও সামুদ্রিক খাদ্য রফতানিকে আনা হয়। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন