বিরোধীদলের কর্মসূচি বাঞ্চাল করতেই জামায়াতের শীর্ষ নেতাদের গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, দেশে এখন আন্দোলন-সংগ্রাম কিছুই নেই। এরপরও সরকার ২০ দলের নেতাকর্মীদের ওপর নিপীড়ন চালাচ্ছে। ২০ দলীয় জোট যাতে কোনো কর্মসূচি পালন করতে না পারে সেজন্য সরকার আতঙ্কের পরিবেশ সৃষ্টি করছে। মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিতেই সরকার জামায়াত নেতাদের রিমান্ডে নিয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন