বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে টাঙ্গাইলে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিয়েছে।
আজ শনিবার সকাল ৯টায় জেলা বিএনপির উদ্যোগে শহরের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা এসে শহরের ভিক্টোরিয়া রোডের দলীয় কার্যালয় সমবেত হতে থাকে। পরে সেখান থেকে একটি মিছিল বের করতে চাইলে পথিমধ্যে বাধাদেয় পুলিশ। বাধার সম্মুখীন হয়ে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করে বিএনপি নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ শামসুল আলম তোফা, সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল। এছাড়াও সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক, প্রচার সম্পাদক একেএম মনিরুল হক মনির, জেলা স্বেচ্ছা সেবকদলের আহবায়ক জিয়াউল হক শাহীনসহ স্বেচ্ছাসেবকদল, যুবদল, শ্রমিকদল, ছাত্রদল, মহিলাদলসহ বিএনপি’র অঙ্গ-সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ সমাবেশে অংশগ্রহণ করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন