শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

আদমদীঘিতে ডায়রিয়ার প্রাদুর্ভাব

প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা : গত দু’দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পশ্চিম বগুড়ার আদমদীঘিসহ আশপাশের এলাকায় জেকে বসেছে শীত। দেখা দিয়েছে ডায়রিয়ার প্রাদুর্ভাব। এলাকায় গত দু’সপ্তাহে শিশু, নারী, পুরুষসহ বিভিন্ন বয়সের প্রায় ২ শতাধিক ব্যক্তি ডায়রিয়ায় আক্রান্তসহ ৩ শতাধিক ব্যক্তি শীতজনিত রোগে আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৬০-৭০ জন উপজেলা হাসপাতালে, অন্যরা বিভিন্ন স্থানীয় ক্লিনিক ও চিকিৎসালয়ে চিকিৎসা নিয়েছেন। এ ছাড়া সর্দি-কাশি নিউমোনিয়াসহ শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে বলে স্থানীয় চিকিৎসকরা জানিয়েছেন। তীব্র শীতের সাথে ঘন কুয়াশার কারণে সন্ধ্যা নামার সাথে সাথে শহরের দোকানপাট বন্ধ হয়ে যাওয়ায় শহর হয়ে পড়ছে জনজীবন শূন্য। অপরদিকে অসময়ে বৃষ্টি ও ঘন কুয়াশা আর তীব্র শীতে এলাকার শীতকালীন সবজি ও ইরি-বোরো ধানের বীজতলার ক্ষতির আশংকা দেখা দিয়েছে। বিশেষ করে আলু-সরিষার ক্ষেত নিয়ে কৃষকরা বেশি চিন্তিত। একটানা বিরূপ আবহাওয়া থাকলে আলু-সরিষার ফলন বিপর্যয় ঘটতে পারে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন