সুন্দরবনে বন্দুকযুদ্ধে বনদস্যু লিটন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মো. মোক্তার মোল্লা নিহত হয়েছেন। গতকাল সোমবার সকালে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শৈলাখালে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৮) এর সঙ্গে এ বন্দুকযুদ্ধ হয়। এ সময় একটি দুইনলা বন্দুক, একটি একনলা বন্দুক, একটি কাটা রাইফেল, দু’টি ওয়ান শ্যুটার গান, ১৬টি পাইপ গান ও ৩৭ রাউন্ড তাজা গুলি এবং রসদ উদ্ধার করা হয়।
র্যাব-৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আনোয়ারুজ্জামান জানান, সোমবার সকালে নিয়মিত টহলের অংশ হিসেবে র্যাবের একটি দল ওই এলাকায় যায়। এসময় লিটন বাহিনীর দস্যুরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়লে র্যাবও পাল্টা গুলি ছোড়ে। দুই পক্ষের মধ্যে প্রায় ঘণ্টব্যাপী বন্দুকযুদ্ধ হয়। একপর্যায়ে দস্যুরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে লিটন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মোক্তারের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। এসময় এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। কর্নেল আনোয়ারুজ্জামান আরো জানান, লাশ এবং উদ্ধারকৃত অস্ত্র ও রসদ শরণখোলা থানায় হস্তান্তর করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন