সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে কমলাকান্ত সেন (৪০) নামে গাঁজা ব্যবসায়ীকে আটক করেন। থানা সূত্রে জানা যায়, গত বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই এমদাদুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে দেওডোবা গ্রামে অভিযান চালান। অভিযানকালে ২৫০ গ্রাম গাঁজাসহ ওই গ্রামের মৃত নরেশ চন্দ্র সেনের পুত্র কমলাকান্তকে আটক করেন। এ ব্যাপারে এএসআই এমদাদুল হক বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা করেছেন বলে জানা গেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন