বোদা (পঞ্চগড়) উপজেলা সংবাদদাতা : পঞ্চগড়ের বোদায় চলতি মৌসুমে আলুর বাম্পার ফলন হয়েছে। আলুর বাম্পার ফলনের পর বাজারে নায্যমূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, এ অঞ্চলের কৃষকরা বেশি লাভের আশায় এবার আলুর চাষ করেছেন। চলতি মৌসুমে শীত কম হওয়ায় এবং আবহাওয়া অনুকূলে থাকায় আলুর বাম্পার ফলন হয়েছে। বর্তমানে বাজারে আলু পাইকারি দরে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮ থেকে ১০ টাকা। অনেক কৃষক চাহিদা অনুপাতে আলু বিক্রি করে বাকি আলু কোল্ড স্টোরে রেখে দিচ্ছেন। উপজেলা কৃষি বিভাগ থেকে জানা যায়, চলতি মৌসুমে আলুর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ হাজার ৩০ হেক্টর। অর্জিত হয়েছে ১ হাজার ৪০০ হেক্টর। লক্ষ্যমাত্রার চেয়ে অল্প পরিমাণ বেশি জমিতে আলুর চাষ হয়েছে। এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার আল মামুনুর-উর-রশিদ জানান, চলতি মৌসুমে আলুর বাম্পার ফলন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকাসহ উপজেলা কৃষি বিভাগের সহায়তা নিয়ে কৃষকরা এবার আলুর চাষ করেছেন। বাজারে আলুর দাম ভালো হওয়ায় কৃষকদের মাঝে কিছুটা আনন্দ ও উৎসাহ দেখা যাচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন