গাবতলী (বগুড়া) উপজেলা সংবাদদাতা : বগুড়া গাবতলীর রামেশ্বরপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ময়নুল ইসলাম সেন্টু (৩২)-কে গাবতলী থানা পুলিশ গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে। ইতোপূর্বে ওই ভোট কেন্দ্রে ছাত্রদল নেতা সেন্টু বিরুদ্ধে কোন লিখিত অভিযোগ বা তালিকাভুক্ত আসামী ছিল না। হঠাৎ করে গত সোমবার পুলিশ সেন্টুকে হোসেনপুর গ্রামের বাড়ী থেকে আটক করে নিয়ে যায়। গাবতলী মডেল থানা ওসি শাহীদ মাহমুদ খান গ্রেফতার হওয়া বিষয়টির সত্যতা স্বাকীর করে বলেন, সেন্টুর বিরুদ্ধে প্রথমে একাধিক মৌখিক অভিযোগ পাওয়ায় পর তাকে আটক করা হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে গত ৫ জানুয়ারি জাতীয় নির্বাচনে সাবেকপাড়া দোলোয়ারীয়া দাখিল মাদ্রাসা ১২নং ভোট কেন্দ্রে অগ্নিসংযোগ, সরকারী কর্মকর্তাদের ভোটগ্রহণে বাধা প্রদান ও আতঙ্ক সৃষ্টি করার অভিযোগ উল্লেখপূর্বক তাকে গত মঙ্গলবার জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও ইতোপূর্বে সেন্টুর বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছিল। এদিকে সেন্টুর বিরুদ্ধে দায়েরকৃত বানোয়াট, ভিত্তিহীন, হয়রানি, ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও অবিলম্বে জামিনে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে বিবৃতি প্রদান করেছেন রামেশ্বরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব মন্ডল, যুবদল নেতা মোস্তাফিজার রহমান মোস্তা, রামেশ্বরপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক বিপ্লব মিয়া প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন