শনিবার ১২ অক্টােবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১, ০৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

গৌরীপুরে সংঘর্ষের ঘটনায় আ.লীগ-বিএনপির ২ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

গৌরীপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : ময়মনসিংহের গৌরীপুরে মইলাকান্দা ইউনিয়নের গোবিন্দপুর বাজারে সংঘর্ষ, হামলা-ভাঙচুরের ঘটনায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক উপজেলা চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরণ, মইলাকান্দা ইউনিয়নের ধানের শীষের চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদসহ ১০৬ জনকে আসামী করে গত সোমবার রাতে ১টি দ্রুত বিচার আইনসহ পৃথক ২টি মামলা হয়েছে। প্রতীক বরাদ্দের দিনে ২নং গৌরীপুর ইউনিয়নের আ.লীগ প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. হযরত আলীর নৌকা প্রতীক ও বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আ.লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান মো. আনোয়ার হোসেনের ঘোড়া প্রতীকের কর্মীদের সংঘর্ষের ঘটনায় দু’পক্ষই গত মঙ্গলবার পৃথক মামলা দায়ের করেন। নৌকা প্রতীকের পক্ষে ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক রুকনোজ্জামান পল্লব বাদি হয়ে ইউনিয়ন আ.লীগের সভাপতি ঘোড়া প্রতীকের প্রার্থী মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে হামলার অভিযোগে ২১ জনের নামসহ অজ্ঞাতনামা ৬০ জনকে আসামী করে মামলা দায়ের করেন। অপরদিকে ঘোড়া প্রতীকের প্রার্থীর জামাতা মো. কামাল হোসেন বাদি হয়ে ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক রুকনোজ্জামান পল্লব, পৌর কাউন্সিলার মোফাজ্জল  হোসেন খানসহ ১৪ জনের নামসহ অজ্ঞাতনামা ৩০ জনকে আসামী করে মামলা দায়ের করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন