সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : সখিপুর উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের উত্তর দেওবাড়ি এলাকায় পরকীয়া প্রেমের টানে কলেজ পড়ুয়া ভাতিজা মাজেদুল (১৮) তার চাচী এক সন্তানের জননী মর্জিনা (২৫)-কে নিয়ে পালিয়ে গেছে। জানা যায়, সউদি প্রবাসী রফিকের স্ত্রী মর্জিনার সাথে ভাতিজা সরুর ছেলে মুজিব কলেজে একাদশের ছাত্র মাজেদুলের দীর্ঘদিন পরকীয়া দৈহিক সম্পর্ক চলছিল। ঘটনাটি যেন জানাজানি না হয় সেজন্য মর্জিনাকে ৫ মাস তার বাবার বাড়ি উপজেলার গড়গোবিন্দপুর গ্রামে রাখা হয়। রফিক ও মর্জিনার ২ বছরের রিয়া নামে একটি কন্যা সন্তান রয়েছে। গত বুধবার বিকালে গরু খোঁজার কথা বলে ৪ ভরি স্বর্ণালংকার ও নগদ ২০ হাজার টাকা নিয়ে চাচী মর্জিনা ভাতিজা মাজেদুলকে নিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন