শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ফসলি জমিতে রাতের আঁধারে সড়ক নির্মাণের অভিযোগ

প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা : লক্ষ্মীপুর পৌরসভার আটিয়াতলী গ্রামে মালিকীয় জমি জোরপূর্বক দখল করে রাতের আঁধারে সন্ত্রাসী কায়দায় রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় একটি হাউজিং কোম্পানির বিরুদ্ধে। ভুক্তভোগী শাহানা পারভিন জানান, পৌরসভার আটিয়াতলী মৌজার ৫৪৬৩নং খতিয়ানভুক্ত ৫২৮ ও ৫২৭নং দাগের ৬৩ শতাংশ তাদের মালিকীয় জমির পেছনে লক্ষ্মীপুর হাউজিং (প্রাঃ) লি. এর কয়েকটি প্লট রয়েছে। কাউন্সিলর আরিফ হোসেনের সাথে যোগ সাজসে উক্ত হাউজিং কোম্পানি জোরপূর্বক রাস্তা তৈরির অপচেষ্টা চালায়। খবর পেয়ে ভুক্তভোগীরা তাদের জমির উপর রাস্তা নির্মাণ বন্ধের জন্য গত ১৪ জানুয়ারি পৌর মেয়রের  নিকট আবেদন করলে পৌর মেয়র রাস্তার কাজ বন্ধের নির্দেশ দেন। মেয়রের নির্দেশ উপেক্ষা করে গত শুক্রবার রাত দেড়টা থেকে ভোর রাত পর্যন্ত রোপা বোরো ফসল ও বোরো বীজতলা নষ্ট করে জমির ওপর দিয়ে তারা পুনরায় রাস্তা নির্মাণ শুরু করে। কাউন্সিলর আরিফ হোসেনের সাথে সেল ফোনো যোগাযোগের চেষ্টা করে তার মতামত পাওয়া যায়নি। এ ব্যাপারে লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আলহাজ্ব এম এ তাহের বলেন, জমির মালিকের অভিযোগ পেয়ে সেখানে রাস্তা নির্মাণ বন্ধের জন্য নির্দেশ দিয়েছি। এরপর রাতের অন্ধকারে কার স্বার্থে সে রাস্তা নির্মাণের চেষ্টা করা হয় সেটি আমার বোদগম্য নয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।   

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন