শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

লাভের আশায় নেপিয়ার ঘাস চাষে ঝুঁকছে পটিয়ার চাষীরা

প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

পটিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : চট্টগ্রামের পটিয়া উপজেলায় শতাধিক একর ধানের জমিতে চাষাবাদ হচ্ছে এখন উন্নতমানে জামানী নেপিয়ার ঘাস। এ ঘাস চাষ করে চাষীদের ধানের চেয়ে বেশি পরিমাণ অর্থ পাওয়ায় চাষীরা এ ঘাস চাষে ঝুঁকে পড়ছে।  পটিয়া উপজেলার শিকলবাহা, জুলধা, বড়উঠান, জিরি, কোলাগাঁও, চরপাথরঘাটা ইউনিয়নে রয়েছে  ছোট-বড় মিলে প্রায় ৫০০টি গরুর খামার। এ সব খামারে গরু রয়েছে প্রায় ৫০ হাজারের অধিক। সেই গরু খাবারের জন্য উপজেলাগুলোতে শতাধিক একর জমিতে উন্নত জাতের নেপিয়ার ঘাসের চাষাবাদ করছে খামারীরা। কৃষক ফজর ও পিবলু জানান, জমির মালিকদের কাছ থেকে খাজনা দিয়ে জমিতে নেপিয়ার ঘাসের চাষ করে অধিক লাভবান হওয়া যায়। নেপিয়ার ঘাস রোপণের ১৫/২০ দিনের মধ্যে তা দ্রুত বৃদ্ধি পায়। এতে এক কেজি ঘাসের দাম ৫ টাকায় বিক্রি করে অধিক লাভবান হওয়া যায়। এ ব্যাপারে খামারী ও চাষী মোঃ  হোসেন জানান, তার ২টি খামারে ছোট বড় ৭০টি গরু রয়েছে। এতে গরু খাবারের জন্য তিনি খাজনা দিয়ে ১২ বিঘা জমিতে  নেপিয়ার ঘাস চাষ করে যাবতীয় খরচ বহন করে ঘাস চাষ করে ১ বিঘা জমিতে বার্ষিক আয় হয় প্রায় ৩০/৪০ হাজার টাকা। এ ব্যাপারে কৃষি কর্মকতা রগুনাথ সাহ বলেন, পটিয়ার কর্ণফুলী এলাকায় যে গরু খামার রয়েছে খামারীদের প্রয়োজনে তারা নিজেরাই নেপিয়ার ঘাস চাষ করে। আবার অন্যের কাছে এ ঘাষ বিক্রি করে টাকা আয় করে। মাঝে মধ্যে আমরা তাদের ঘাস চাষের পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ দিয়ে থাকি। এ ঘাস একটি লাভজনক চাষাবাদ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
তানভীর ১৩ জানুয়ারি, ২০১৭, ১:৫৩ পিএম says : 0
নেপিয়ার ঘাষ কিভাবে চাষ করে
Total Reply(0)
মো:শরীফুল ইসলাম ১ আগস্ট, ২০১৭, ৫:৪৮ পিএম says : 0
ভাই ৩০ সতাংশ জমিতে ঘাষ চাছ করে কই টি গরু পালন করা জাবে
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন