সেনবাগ উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারীসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার সকাল ১০টা পর্যন্ত পৃথক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, সেনবাগ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারী, উপজেলা বিএনপির যুব-বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম টিপু এবং শিবির নেতা খোরশেদ আলম।
সেনবাগ থানার ওসি জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন সময় নাশকতা সৃষ্টি, ভাঙচুর’সহ বিভিন্ন ঘটনায় একাধিক অভিযোগ রয়েছে। তিনি আরো জানান, বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতদের নোয়াখালীর বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন