শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

পাবনায় অস্ত্র মামলায় এক যুবকের ১৭ বছরের কারাদণ্ড

পাবনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০১৭, ৪:৫২ পিএম

পাবনায় অস্ত্র মামলায় এক যুবকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছে বিজ্ঞ আদালত। দণ্ডপ্রাপ্ত হাবিবুল্লা (৩৫) পাবনার আটঘরিয়া উপজেলার ষাটগাছা এলাকার আব্দুস সামাদের পুত্র ।

আদালত সূত্র জানা গেছে, ২০১১ সালে পাবনার আটঘরিয়া থানা পুলিশ হাবিবুল্লাকে একটি দেশী তৈরি বন্দুক ও কার্তুজসহ আটক করে। পরে পুলিশ ওই দিনই তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য পরমান শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বুধবার দুপুরে পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিজ্ঞ বিচারক শারনিম আক্তার আসামী হাবিবুল্লাকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ডের রায় দেন। রায় ঘোষণার সময় আসামী হাবিবুল্লাহ এজলাসে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সিনিয়র এপিপি অ্যাড. মনোয়ার হোসেন স্বপন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন