রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

অপহৃত স্কুলছাত্রী উদ্ধার

নেছারাবাদ (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

নেছারাবাদের কৈয়ারখাল গ্রাম থেকে অপহৃত নবম শ্রেণীর এক ছাত্রীকে (১৪) উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে পশ্চিম সোহাগদল গ্রামের মো. রিপনের বাড়ি থেকে সংখ্যালঘুু পরিবারের ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। এ ঘটনায় অপহরণকারী বিন্না গ্রামের ইউসুফ আলীর পুত্র আঃ রহিমকে (২৩) গ্রেফতার করে পিরোজপুর কোর্টে প্রেরণ করা হয়েছে। মামলা সূত্রে জানা গেছে, গত ২৭ সেপ্টেম্বর ওই ছাত্রী পূজা দেখতে তাদের খাড়াবাক গ্রামের বাড়ি থেকে গনকপাড়া বাজারের মন্ডপে যাচ্ছিলেন। এ সময় কৈয়ারখাল বেপারী বাড়ির সামনে থেকে আসামী আঃ রহিম তাকে ফুসলিয়ে অপহরণ করে নিয়ে যায়। আমির হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের ওই ছাত্রীকে ২২দিন পর বুধবার রাতে অপহরনকারী রহিমের ভগ্নিপতি রিপনের বাড়ি থেকে পুলিশ উদ্ধার করেন ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন