রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ঘাটাইলে এমপি রানার ফাঁসির দাবিতে বিক্ষোভ

ঘাটাইল (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলার আসামি টাঙ্গাইল-৩ আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানার ফাঁসির দাবিতে ঘাটাইলে সমাবেশ ও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা আওয়ামীলীগ। বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড় চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক শহিদুল ইসলাম লেবু, যুগ্ম আহবায়ক ও পৌর মেয়র শহিদুজ্জামান খান, যুগ্ম আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, মাসুদুর রহমান আজাদ, মজিবুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা যুবলীগের আহŸায়ক সরোয়ার আলম, ঘাটাইল জিবিজি কলেজের ভিপি আবু সাইদ রুবেল প্রমুখ। উল্লেখ্য যে, মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় টাঙ্গাইল-৩ আসনের এমপি রানার জামিন বিষয়ে হাইকোর্টের জারি করা রুল নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রানার জামিনের আদেশ স্থগিত থাকবে বলে জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। এমপি রানা গত বছরের ১৮ সেপ্টেম্বর আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠান টাঙ্গাইলের বিচারিক আদালত।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন