রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৩

মাদারীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

মাদারীপুরের রাজৈরে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের সক্রীয় ৩ ডাকাত সদস্যকে অস্ত্রসহ গ্রেফতার করেছে রাজৈর থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ৩টার সময় রাজৈর-কোটালীপাড়া সড়কের চৌয়ারীবাড়ী মোড়ে ১২/১৪ জনের একদল দুর্বৃত্ত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সংবাদ পেয়ে রাজৈর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের ধাওয়া করে। এসময় ডাকাতরা পুলিশের উপর গুলি বর্ষণ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ পাল্টা গুলি বর্ষণ করে ধাওয়া দিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সক্রীয় ৩ সদস্যকে গ্রেফতার করে। এরা হলো গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বড়ভাটরা গ্রামের রশিদ এবাদুত বেপারী, একই গ্রামের সালাউদ্দিন বেপারী ও রাজৈর উপজেলার শওকত আলী বিশ্বাস। তাদের কাছ থেকে ৫ রাউন্ড গুলি, একটি দেশি তৈরী পাইপগান, তিনটি রামদা ও দুটি চাপাতি উদ্ধার করা হয়। এ ব্যাপারে রাজৈর থানায় পৃথক দুটি মামলা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন