রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

গাঁজায় ডিগ্রি দিচ্ছে মিশিগান বিশ্ববিদ্যালয়

| প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বিশ্বের বিভিন্ন দেশে একেবারেই নিষিদ্ধ গাঁজা সেবন। গাঁজাসহ ধরা পড়লে ব্যবস্থা রয়েছে কঠিন শাস্তির। তবে ক্ষতিকর এই মাদকটিকে একেবারেই হেলাফেলার চোখে দেখছে না যুক্তরাষ্ট্রের নর্দান মিশিগান বিশ্ববিদ্যালয়। গাঁজা নিয়ে পড়াশোনা করে ডিগ্রি অর্জনের সুযোগ দিচ্ছে তারা। অনেকের চোখেই হয়তো গাঁজা নিয়ে পড়াশোনার বিষয়টি তুচ্ছ মনে হতে পারে। তবে উল্টো কথা বলছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক ব্রান্ডন ক্যানফিল্ড। তিনি জানান, এই পড়াশোনা জটিল জীববিদ্যা ও রসায়নবিদ্যার সঙ্গে সম্পর্কযুক্ত। আদতে তা মোটেও সহজ নয়। তবে গাঁজা নিয়ে পড়ার সুবাদে শিক্ষার্থীরা মোটেও মাদকটি চাষের সুযোগ পাবে না। গাঁজার সঙ্গে সাদৃশ্যপূর্ণ উদ্ভিদের ওপরই তাঁদের গবেষণা চালিয়ে যেতে হবে। ব্রান্ডন আরো বলেন, গাঁজা বিষয়ে পড়াশোনার জন্য একজন শিক্ষার্থীকে খুবই মনযোগী হতে হবে। কারণ এই বিষয়টি একেবারেই আলাদা। ফক্স নিউজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন