রাজধানীতে পৃথক ঘটনায় খিলগাঁও আতিকুর রহমান (১৩) ও যাত্রাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নজরুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার বেলা ৩টার দিকে আতিকুরকে ও দেড়টায় নজরুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জামালপুর ইসলামপুর উপজেলার আইয়ুব আলীর ছেলে আতিক। পরিবারের সাথে খিলগাঁও মেরাদিয়া নয়াপাড়া ২তলা মসজিদ গলির একটি বাসায় পরিবারের সাথে থাকতো সে। স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করতো। গত ২ দিনের বৃষ্টিতে তাদের বাসার সামনের রাস্তায় পানি জমে যায়।
আজ দুপুর ২টার দিকে মাদ্রাসা থেকে বাসায় ফিরছিলো সে। পানির মধ্য দিয়ে বাসার আসার সময় বাসার সামনেই বিদ্যুতের তার ছিঁড়ে পানিতে পড়ে। এসময় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এদিকে যাত্রাবাড়ী দক্ষিণ কাজলা নয়ানগর এলাকার একটি বাসায় ফ্রীজে বিদ্যুতের লাইন মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় নজরুল।
মৃত নজরুলের ছেলে তামিম জানান, তার বাবা স্থানীয় একটি দোকানের ম্যানেজার হিসেবে চাকরী করতো। বেলা ১২ টার দিকে টিনসেড বাসায় ফ্রীজে বিদ্যুতের লাইন মেরামত করছিলেন তিনি। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২ জনের লাশ মর্গে রাখা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন