রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

মংলা-খুলনা মহাসড়কে মানববন্ধন

মংলা বন্দর সংবাদদাতা : | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

মংলা-খুলনা মহাসড়কের ভাগা বাজারের প্রায় ১ হাজার শতক ভূমির মালিকানা নিয়ে বিরোধ দেখা দিয়েছে। ভুমিদস্যু হান্নানের হাত থেকে বাঁচাতে প্রায় দু’শতাধিত লোক শনিবার সকালে মানববন্ধন করেছে । এসময় বক্তব্য রাখেন, বাঘা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি স্বপন কুমার মন্ডল, সুন্দরবন মহিলা ডিগ্রি কলেজের অধক্ষ্য এম এ খালিদ প্রমুখ। বক্তারা বলেন, মংলা-খূলনা মহাসড়কের বাগেরহাটের রামপাল উপজেলার বাঘা মৌজার এস এ খতিয়ানের চার হাজার শতক সরকারী জমি থেকে ৯ একর জমি বন্দোবস্ত নিয়ে বসবাস করে আসছে তারা। ওই জমিতে ৪ টি মন্দির, ১ টি কলেজ, এবং ৫ শতাধিক ব্যবসায়ীক প্রতিষ্ঠানসহ শতাধিক বসতবাড়ী রয়েছে। ১৯৬২ সালের একটি ভুয়া দলিল দেখিয়ে ২০১৫ সালে সরকারী এসব জমি থেকে তাদের উচ্ছেদ করার পায়তারা করা হচ্ছে। এব্যাপারে তারা সরকারের হস্তক্ষেপ কামনা করেন ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন