সোমবার, ২৭ মে ২০২৪, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

কুমিল্লার নেতাদের আন্দোলনের হুঁশিয়ারি

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

জাতীয়করণ করা কলেজ শিক্ষকদের স্বতন্ত্র বিধিমালা জারি, জাতীয় শিক্ষানীতি ২০১০ অনুসরণ এবং বিসিএস পরীক্ষার মাধ্যমে নিয়োগের জন্য সপারিশ ব্যতিত অন্যকোন পন্থায় ক্যাডারভুক্ত না করার দাবীতে গতকাল রোববার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি’র কুমিল্লা ইউনিটের নেতৃবৃন্দ।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ শিক্ষক পরিষদ মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় সমিতির শিক্ষক নেতারা বলেন, আমরা কলেজ জাতীয়করণের বিপক্ষে নই। মতবিনিময় অনুষ্ঠানে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি কুমিল্লা ইউনিটের সভাপতি কায়সার আহমেদ, সহ-সভাপতি প্রফেসর জহিরুল ইসলাম পাটোয়ারি, অধ্যাপক আজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক বিজন চক্রবর্তী, চৌদ্দগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ নিখীল চন্দ্র সরকার, সমিতির ভিক্টোরিয়া কলেজ ইউনিটের সভাপতি অধ্যাপক বিজয় চন্দ্র রায়, সমিতির কেন্দ্রিয় কমিটির নির্বাহী সদস্য শহীদুল ইসলাম, আখতার উদ্দিন, ফারুক সরকার বক্তব্য রাখেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন