শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

সাতক্ষীরায় জামায়াত-বিএনপির পাঁচ নেতাকর্মীসহ আটক ৪৩

সাতক্ষীরা জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে জামায়াত-বিএনপি’র পাঁচ নেতাকর্মীসহ ৪৩ জানকে আটক করা হয়েছে। এ সময় একটি ওয়ান শ্যুটারগান, ২১টি বিভিন্ন প্রকার জিহাদী বই ও ১৭০ পিচ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। শনিবার সন্ধ্যা থেকে রোববার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে সাতক্ষীরা সদও উপজেলা খলিলনগর গ্রামের আহসান সরদারের ছেলে গোলাম সরোয়ার (৪০) ও শহরের ইটাগাছা গ্রামের সামছুদ্দিনের ছেলে রবিউল ইসলাম (৫০)। গোলাম সরোয়ার সদর থানা কৃষকদলের সভাপতি। তাকে অস্ত্র দিয়ে ফাঁসানো হয়েছে বলে জানিয়েছেন সাংবাদিকদের।
এছাড়া, আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের হাড়িভাঙ্গা গ্রামে গোপন বৈঠক করার সময় রোববার ভোরে জামায়াতের চার নেতাকর্মীকে আটক করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন