রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

শিক্ষার সুষ্ঠু পরিবেশ পেয়ে সন্তুষ্টি প্রকাশ ছাত্রীদের

রাষ্ট্রবিজ্ঞানের ৪১তম ব্যাচের বিদায় অনুষ্ঠান

| প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার : প্রায় পাঁচ বছর আগে এক আনন্দঘন পরিবেশে ক্যাম্পাসে পা রেখেছিল অনার্স প্রথমবর্ষে ভর্তি হওয়া রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উচ্ছ¡সিত ছাত্রীরা। নবীন হিসেবে তাদেরকে প্রাণঢালা শুভেচ্ছায় বরণও করা হয়েছিল। নবীনের রথে আরোহন করা এই ছাত্রীরাই নিয়মের আর্বতে বিদায়ের সুরের সাথী হয়েছে। কুমিল্লা সরকারি মহিলা কলেজের অনার্স শেষবর্ষের রাষ্ট্রবিজ্ঞানের ৪১তম ব্যাচের বিদায়ী ছাত্রীরা জানান দিয়েছে শিক্ষকদের দায়িত্বশীলতা, সুষ্ঠু পাঠদানের পরিবেশ পেয়ে তারা নিজেদের আগামীর ফাইনাল পরীক্ষার জন্য যথাযথভাবে তৈরি করেছে। কলেজে শিক্ষার সুষ্ঠু পরিবেশ পেয়ে তারা সন্তুষ্ট। গতকাল রাস্ট্রবিজ্ঞান বিভাগের আয়োজনে বিভাগের সেমিনার কক্ষে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা বিদায়ী ছাত্রী ও শিক্ষকদের মিলনমেলায় প্রাণবন্ত হয়ে উঠে।
ছাত্রীদের উল্লাস আর উচ্ছ¡াস বিদায় মুহূর্তকে ছন্দময় করে তুলেছিল কুমিল্লা সরকারি মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অনার্স শের্ষবর্ষের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের সামগ্রিক আয়োজনে। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. খালেদা নাসরীনের সভাপতিত্বে আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. রুহুল আমিন ভূইয়া। বিদায়ী ছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, জীবনে সত্যকে প্রতিষ্ঠিত করতে হবে। তবেই সফল হবে। সকল প্রতিবন্ধকতা মোকাবেলা করে বিগত সময়ে পড়ালেখায় নিজেদের মেধার যেমন বিকাশ ঘটিয়েছো তেমনিভাবে ভবিষ্যতে এ মেধাকেই মানব সভ্যতার কল্যাণে কাজে লাগাতে হবে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন