মঙ্গলবার, ২৮ মে ২০২৪, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

বৃষ্টি হলেই লাফিয়ে লাফিয়ে বাড়ে সবজির দাম

ফেনী জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

টানা বৃষ্টির কারণে ফেনীর বাজারে আরেক দফা বেড়েছে সব ধরনের সবজির দাম। কেজি প্রতি ১০ থেকে ২০ টাকা বেড়েছে। এতে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারে বেড়েছে নাভিশ্বাস।
বিক্রেতারা জানান, বৃষ্টি হলেই সবজির বাজারে আগুন লেগে যায়। বর্তমানে প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে ৬০ টাকা, বরবটি ৭০ থেকে ৮০ টাকায়, করলা ৬০ থেকে ৭০ টাকা, ঝিঙ্গা ৭০ থেকে ৮০ টাকা, সসিন্দা ৫৫ থেকে ৬৫ টাকা, ছড়া ৪০ থেকে ৫০ টাকায়, কচুর লতি ৫০ থেকে ৬০ টাকায়, বাঁধাকপি ৮০ থেকে ৯০ টাকা, টমেটো ৯০ টাকায়, মুলা ৬০ থেকে ৬৫ টাকায়, জালি কুমড়া ৫০ থেকে ৬০ টাকায়, শসা ৬০ থেকে ৭০ টাকায়, কলা হালি ৩৫ টাকা থেকে ৪০ টাকায়, বেগুন ৫৫ থেকে ৬০ টাকায়, কাকরল ৬০ থেকে ৭০ টাকায়, কাঁচামরিচ ১৫০ থেকে ১৬০ টাকা, ছোট লাউ ৫০ টাকা, মাঝারি ও বড় সাইজের লাউ ৭০ থেকে ১০০ টাকা, পুঁইশাকের আটি ৪০ থেকে ৫০ টাকা, কুমড়ার শাক ৪০ থেকে ৫০ টাকা, লালশাক ২৫ থেকে ৩০ টাকা, পাটশাক ৩০ টাকা, কলমিশাক ২০ থেকে ২৫ টাকা। ফেনী বড়বাজার, মুক্তবাজার, মহিপাল বাজার ও পৌর হকার্স মার্কেটসহ ছয় উপজেলার বিভিন্ন বাজারে সবজির দামে প্রভাব পড়েছে।
ফেনী বড়বাজারের বিক্রেতা মো. বেলাল হোসেন জানান, টানা বৃষ্টি হওয়াতে সবজির সরবারহ কম থাকায় দাম বেড়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন