চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ফেন্সিডিলসহ ভুয়া পুলিশ দম্পতিকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলো- রাজশাহীর বাগমারা উপজেলার হাটখুজিপুর ইউনিয়নের কুশলাপুর গ্রামের মৃত ময়েজ উদ্দীনের ছেলে আশরাফুল ইসলাম (২৫) ও তার স্ত্রী মোসা. পিয়ারা বেগম (২০)। শিবগঞ্জ থানার এএসআই আতিকুর রহমান জানান, আটককৃতরা নিয়মিত মোটরসাইকেলযোগে সীমান্ত এলাকা থেকে ফেন্সিডিল বহন করে বাগমারা এলাকায় বিক্রি করে আসছিল। গতকাল সকালে গোপন সংবাদের ভিত্তিতে কানসাট বাজার এলাকায় অভিযান চালিয়ে ৯৮ বোতল ফেন্সিডিলসহ তাদের আটক করা হয়। এসময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন