শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

ঝিনাইদহে ঢিলেঢালা হরতাল মাঠে ছিল না বিএনপি

ঝিনাইদহ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

ঝিনাইদহে বিএনপির ডাকা অর্ধদিবস হরতাল ঢিলেঢালা ভাবে পালিত হয়েছে। শহরের কোথাও পিকেটিং বা হরতালের পক্ষে মিছিল হয়নি। মাঠে বিএনপির কোন নেতাকর্মীকে দেখা যায় নি। শহরের বেশীরভাগ দোকানপাট খোলা ছিল। সড়কে যানবাহন চলাচল ছিল প্রায় স্বাভাবিক। হরতাল ঘোষনার পর থেকেই আওয়ামীলীগের নেতাকর্মীরা বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়। তারা হরতালের বিপক্ষে মিছিল বের করে। নাশকতা এড়াতে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। এদিকে হরতাল আহানের পর বুধবার রাতে বিএনপি ও যুবদলের বিভিন্ন ইউনিটের বেশ কয়েক জন নেতা কর্মীকে গ্রেফতার করে পুলিশ। উল্লেখ্য, জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মসিউর রহমানের বিরুদ্ধে দুদকের দায়ের করা দুর্নীতির দুটি মামলায় রায়ে ১০ বছরের কারাদন্ড ও ১০কোটি ৫ লাখ ৬৯ হাজার ৩৩০ টাকার বাজেয়াপ্ত করার প্রতিবাদে জেলা বিএনপি এই অর্ধদিবস হরতাল আহবান করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন