নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১২ ইউনিয়নের মধ্যে ১১টির নির্বাচন অনুষ্ঠিত হবে। সীমানা জটিলতার কারণে ১নং বেতাগৈর ইউনিয়নের নির্বাচন এ তফসিলে হচ্ছে না। আগামী ২৩ এপ্রিল ইউনিয়ন পরিষদ নির্বাচন হওয়ার তফসিল ঘোষণা হয় গত ১৫ মার্চ। এ পর্যন্ত সরকারি দল আওয়ামী লীগ ও বিএনপি আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা না করলেও বসে নেই স্ব-স্ব দলের একাধিক প্রার্থী। নির্বাচনে নিজেদের বিজয়ী করতে তারা দিন-রাত সমর্থকদের নিয়ে গ্রামের পর গ্রাম ভোটারদের দ্বারে দ্বারে ভোট চাইছেন। সরকারি দল আওয়ামী লীগের একাধিক প্রার্থী থাকলেও বিএনপিতে একাধিক প্রার্থী হবেন না বলে নাম প্রকাশ না করার শর্তে বিএনপির এক প্রভাবশালী নেতা জানান। অপরদিকে জাতীয় পার্টিও নির্বাচনে অংশগ্রহণ করবে বলে দলীয় সূত্র জানায়। তবে এখনো প্রার্থী চূড়ান্ত হয়নি বলে ওই সূত্র জানায়। জাতীয় পার্টিও প্রচারণায় থেমে নেই। সম্ভাব্য প্রার্থীরা গ্রামে গ্রামে কাজ করে যাচ্ছেন। এদিকে সরকার দলীয় প্রার্থীরা দলীয় মনোনয়ন পাওয়ার আশায় ঢাকায় কেন্দ্রীয় নেতাদের কাছে ধরনা দিচ্ছেন। তাদের আশা কে পাবেন সরকার দলীয় আশীর্বাদ। সরকারদলীয় মনোনয়ন নিয়ে নেতাকর্মীদের মাঝে চলছে চরম ক্ষোভ ও হতাশা।
ইতোমধ্যেই দেখা দিয়েছে দ্বিধাবিভক্তি গ্রুপিং। দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় ক্ষোভের আগুনে জ্বলছে অনেক প্রার্থী। কার ভাগ্যে সোনার হরিণ নৌকা জুটবে এটা একমাত্র কেন্দ্রীয় আওয়ামী লীগ সংসদীয় বোর্ড ছাড়া অন্য কেউ বলতে পারছে না। তবে নান্দাইল উপজেলা আওয়ামী লীগ তাদের চেয়ারম্যান প্রার্থীদের কাছ থেকে মনোনয়ন আহ্বান করেছে। আবেদনকারীদের পক্ষ থেকে প্রতি ইউনিয়নে ২ জন প্রার্থী নির্বাচন করে গত ৯ মার্চ কেন্দ্রে জমা প্রদান করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি মেজর জেনারেল (অব.) আবদুস সালাম। একই পথ অনুসরণ করে বর্তমান সংসদ সদস্য মোঃ আনোয়ারুল আবেদীন খান তুহিন তার সমর্থিত প্রার্থী তালিকা কেন্দ্রে জমা দিয়েছেন। ফলে কেন্দ্র এখনো কোনো প্রার্থী তালিকা চূড়ান্ত করে ঘোষণা দিতে পারেনি বলে নেতাকর্মী তথা মুজিব আদর্শের কর্মীদের মাঝে দেখা দিয়েছে হতাশা। নান্দাইল উপজেলা বিএনপি গত ২৯ ফেব্রুয়ারি এক বর্ধিত সভা ডেকে তৃণমূলের মতামত নিয়ে প্রার্থী তালিকা চূড়ান্ত করলেও কৌশলগত কারণে তা এখনো প্রকাশ করেনি। তবে আওয়ামী লীগের চেয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থী সংখ্যা কম হবে বলে জানা গেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন