শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

প্রার্থীরা ছুটছেন বাড়ি বাড়ি দিচ্ছেন নানা প্রতিশ্রুতি

প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

মাছুম বিল্লাহ্, কাউখালী (পিরোজপুর) থেকে
পিরোজপুরের কাউখালী উপজেলায় প্রার্থী ও তাদের সমর্থকরা রাত-দিন ছুটছেন ভোটারদের বাড়ি বাড়ি। কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলে প্রচারণা। দলীয় প্রতীক নৌকা, ধানের শীষ, বাইসাইকেল, কাস্তে ছাড়াও বিভিন্ন প্রতীক নিয়ে ছুটছেন স্বতন্ত্র প্রার্থীরা। শ্রমজীবী মানুষও তাদের কাজ বন্ধ করে নেমে পড়েছেন পছন্দের প্রার্থীর পক্ষে প্রচারণায়। উপজেলা, জেলা ছাড়াও কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রার্থীদের পক্ষে প্রচারে অংশ নিচ্ছেন। উপজেলার আমড়াজুরি, কাউখালী সদর, চিরাপাড়া ও শিয়ালকাঠি ইউনিয়ন ঘুরে জানা যায় এসব তথ্য। উপজেলার ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত কাউখালী উপজেলার সদরসহ তিনটি এবং একটি ইউনিয়নের আংশিক এলাকা সন্ধ্যা নদীর পূর্বপাড়ে এবং বাকি পশ্চিম পাড়ে অবস্থিত। আমড়াজুরি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের (আশোয়া গ্রাম) সাধারণ ভোটার মো. ফিরোজ, দেলোয়ার হোসেন, কারী মহিউদ্দিন গাজীর সাথে কথা বলে জানা গেছে, ওই ইউনিয়নে নৌকা, ধানের শীষ, কাস্তে ও অটোরিকশা প্রতীকের প্রার্থীর কেউ কারো চেয়ে পিছিয়ে নেই। চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ মাহামুদ খান খোকন চিরাপাড়া, পারসাতুরিয়া, ফরাজিবাড়ী, নিলতী গ্রামে বাড়িতে বাড়িতে গণসংযোগ করেছেন। ফরাজি বাড়ি ব্রিজের কাছে দোকানের সামনে গণসংযোগ করতে দেখা যায়। এ সময় তিনি ভোটারদের সহযোগিতা ও ভোট প্রার্থনা করে বলেন, তিনি নির্বাচিত হলে ইউনিয়নকে মাদক ও সন্ত্রাসমুক্ত একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলবেন। তিনি আশা করেন, এলাকার মানুষ তাকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দেবেন। ওই ইউনিয়নে রেজাউল করিম নিরব-ধানের শীষ, নজরুল ইসলাম-ঘোড়া, বজলুর রহমান খান-বাইসাইকেল, জাফর আলী খান নান্না-অটোরিকশা, শেহাবউদ্দিন কাশেমী (হাতপাখা), দেলোয়ার হোসেন মানিক (লাঙ্গল), আবু সায়েম মিয়া (আনারস), মো. নাজমুল হোসেন (চশমা) নিয়ে নির্বাচন করছেন, কাউখালী সদর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন গণসংযোগ করেন নাঙ্গুলী এলাকায়। তিনি দাবি করেন এলাকায় ব্যাপক উন্নয়ন করায় এলাকাবাসী তার পক্ষে রায় দেবেন। মোঃ বদরুদ্দোজা মিঞা-ধানের শীষ, শাহ আলম তালুকদার-বাইসাইকেল, তসলিম উদ্দিন চুন্নু-আনারস নিয়ে নির্বাচন করছেন। উপজেলার সর্ব দক্ষিণের শিয়ালকাঠি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন সিকদারকে একই সাথে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি (জেপি) থেকে মনোনয়ন দেওয়া হলে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাখ্যান করে জাতীয় পার্টি জেপি থেকে নির্বাচনে অংশ নেন। মো. দেলোয়ার হোসেন সিকদার জেপি প্রার্থী হওয়ায় ওই ইউনিয়নে আওয়ামী লীগের কোনো প্রার্থী নেই। তিনি গণসংযোগ করছিলেন ফলইবুনিয়া মাস্টারবাড়ী এলাকায়। এ সময় তার সাথে ছিলেন শতাধিক কর্মী। স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন কবির তালুকদার (মোটরসাইকেল) গণসংযোগ করছিলেন ফলইবুনিয়া এলাকায়। ওই ইউনিয়নে গাজী ছিদ্দিকুর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন। সাইকেল ও আনারস প্রতীকের প্রার্থী-কর্মীদের মধ্যে সংঘর্ষ, অস্ত্র মামলাসহ নানা ঘটনা কেন্দ্র করে উপজেলার সবার মুখে আলোচনার শীর্ষে শিয়ালকাঠির ইউপি নির্বাচন। বিএনপির প্রার্থী মুহাম্মদ মহসীন আকন নীরবে তার প্রচারণা চালাচ্ছেন। অন্যদিকে উপজেলার দ্বীপ ইউনিয়ন হিসেবে পরিচিত ১নং সয়না রঘুনাথপুর ইউপিতে কাজী রফিকুল ইসলাম (নৌকা), আবু সাইদ মিঞা মনু (বাইসাইকেল), মো. নুরুল ইসলাম (ধানের শীষ) প্রতীক নিয়ে প্রচার-প্রচারণা চালাচ্ছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন