বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

তফসিলের আগেই দলীয় প্রতীক সম্বলিত রঙিন পোস্টারে ছেয়ে গেছে নির্বাচনী এলাকা

প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

মোঃ গোলাম ফারুক, দুপচাঁচিয়া (বগুড়া) থেকে
দুপচাঁচিয়া উপজেলার সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে তফসিল ঘোষণা না হলেও নির্বাচনী এলাকা সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের দলীয় প্রতীকে রঙ্গিন পোস্টার এলাকা ছেয়ে গেছে। প্রথমবারের মতো এবার সারাদেশে দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দুপচাঁচিয়া উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচনী তফসিল এখনো ঘোষণা করা হয়নি। এরই মাঝে সম্ভাব্য দলীয় প্রার্থীরা দলীয় মনোনয়ন নিতে লবিং অব্যাহত রেখেছে। বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মমতাজ উদ্দিন সম্প্রতি দুপচাঁচিয়ার একটি অনুষ্ঠানে সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু সাঈদ কে সদর ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন। অপরদিকে সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান (সাময়িক বরখাস্তকৃত) মোয়াজ্জেম হোসেন বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন। নির্বাচনী তফসিল এখনো ঘোষণা না হলেও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবু সাঈদ ও বিএনপির মনোনীত প্রার্থী মোয়াজ্জেম হোসেন উভয়ই তাদের ছবি ও প্রতীক (নৌকা, ধানের শীষ) সম্বলিত রঙ্গিন পোস্টারে এলাকা ছেয়ে গেছে। নির্বাচনী আচরণবিধি তোয়াক্কা না করে প্রার্থীরা তাদের দলের জাতীয় নেতার ছবিসহ নিজেদের ছবি ও প্রতীক সম্বলিত পোস্টার এলাকার জনবহুল এলাকাসহ সর্বস্তরে শোভা পাচ্ছে। এ ক্ষেত্রে আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহিদুর রহমান কয়েনও পিছিয়ে নেয়। উন্নয়নের স্বার্থে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়ে তিনিও কেন্দ্রীয় ও জেলা পর্যায়ে যুবলীগের নেতার ছবিসহ নিজের ছবি সম্বলিত রঙ্গিন পোস্টার ছাপিয়েছেন। এই পোস্টারগুলো জনবহুল এলাকাসহ বিভিন্ন স্থানে শোভা পাচ্ছে। এ ক্ষেত্রে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হচ্ছে কি না এ নিয়ে জনমনে প্রশ্ন সৃষ্টি হয়েছে। এদিকে সম্ভাব্য অপর চেয়ারম্যান প্রার্থী বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোজাম্মেল হোসেন তোজাম ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রতিন্দ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়ে তিনিও সাধারণ মানুষের সাথে কুশলাদি বিনিময়সহ কৌশলে অগ্রিম জন সংযোগ চালিয়ে যাচ্ছেন। সব মিলিয়ে দুপচাঁচিয়ায় সদর ইউনিয়ন নির্বাচনী তফসিল ঘোষণা না হলেও সম্ভাব্য দলীয় চেয়ারম্যান প্রার্থীসহ স্বতন্ত্র প্রার্থীদের ছবি ও প্রতীক সম্বলিত পোস্টার এলাকার সর্বত্র শোভা পাচ্ছে। সেই সাথে এইসব প্রার্থীরা নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের সাথে সু-কৌশলে আগাম নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন