ফরিদপুর জেলা সংবাদদাতা
ফরিদপুর ভাঙ্গা পৌর নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী সৈয়দ আবুল ফজল প্রিন্স সরকার দলীয় প্রার্থীর বিরুদ্ধে মামলা, ভয়ভীতি প্রদর্শন করার অভিযোগ এনে গত বৃহস্পতিবার দুপুরে ভাঙ্গা পৌর সদরের নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন করেন তিনি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, দু’দিন আগে আ.লীগের প্রার্থী ও আ.লীগের বিদ্রোহী প্রার্থীর মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এই ঘটনায় দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। সরকারদলীয় প্রার্থীর করা মামলায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার প্রধান নির্বাচনী এজেন্টকে আসামী করা হয়েছে। এছাড়াও শুরু থেকেই সরকার দলীয় সমর্থকরা আমার কর্মীদের নানাভাবে হয়রানি, হুমকি, ভয়ভীতি প্রদর্শন করে আসছে। আমার কর্মীদের মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে, এ নিয়ে আমার কর্মীদের মধ্যে ভীতির সঞ্চার হয়েছে। এই ঘটনাসমূহে তার এবং তার কর্মীদের শঙ্কা সুষ্ঠু ও অবাদ নির্বাচন অনুষ্ঠান নিয়ে। স্বতন্ত্র এই মেয়র প্রার্থী সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য সরকার ও সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন