পুঠিয়া (রাজশাহী) উপজেলা সংবাদদাতা
পুঠিয়ায় এক বৃদ্ধকে ছুরিকাঘাত করে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত বৃদ্ধের নজরুল ইসলাম (৬৫) উপজেলার পূর্ব গন্ডগোহালী গ্রামের দেছের মন্ডলের ছেলে। জানা গেছে, গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে নজরুল ইসলাম গোন্ডগোহালী নিমতলা মোড় থেকে চা পান করে সাইকেলযোগে গন্ডগোহালী হলহলিয়া বিলের ভিতরের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন। পথে রাস্তার ব্রিজের উপর একই এলাকার শমসের দালালের ছেলে আসাম (৪০) তার বাইসাইকেলের গতিরোধ করে। সে সময় নজরুলকে সাইকেল থেকে নামিয়ে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে আসাম। একপর্যায়ে নজরুলের বুকে ছুরিকাঘাত করে মৃত্যু নিশ্চিত করে ব্রিজের নিচে ফেলে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী তাকে আটক করে। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে এবং ঘাতক আসামকে আটক করে। নিহতের ভাই শহিদুল ইসলাম জানান, পূর্বশত্রুতার জের ধরে আসাম কয়েকবার আমার ভাই নজরুলের দুই ছেলেকে হত্যার উদ্দেশ্যে মারধর করে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন