শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

টঙ্গীতে মহাসড়ক অবরোধ গাড়ি ভাঙচুর-বিক্ষোভ

টঙ্গী সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় এক কলেজ ছাত্র আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে কলেজ গেইট এলাকায় গতকাল রোববার দুপুরে ছাত্রছাত্রীরা মহাসড়ক অবরোধ করে। অবরোধ চলাকালে বিক্ষোভরত ছাত্রছাত্রীরা কয়েকটি গাড়ী ভাংচুর করে। টঙ্গী সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র প্রভীর ঘোষ সুপ্রভাত নামে একটি বাসে উঠতে গিয়ে রাস্তায় পড়ে যায়। এসময় গাড়ীটি তার পায়ের উপর দিয়ে দ্রæত চলে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ খবর ওই শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছলে ছাত্রছাত্রীরা ক্লাশ বর্জন করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এসে সুপ্রভাত নামে কয়েকটি গাড়ী ভাংচুর করে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা গাড়ী চালককে গ্রেফতার করে শাস্তির দাবী জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যানচলাচল শুরু হয়।


যুবকের লাশ উদ্ধার
টঙ্গীতে বাদাম এলাকা থেকে কাউছার আহমেদ ফয়সাল (২১) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে টঙ্গী থানা পুলিশ। গতকাল রোববার সকালে বাদাম এলাকা থেকে নিহতের লাশ উদ্ধার করেছে। নিহত কাউছার আহমেদ ফয়সাল ওই এলাকার মজিবুর রহমানের ছেলে। গত শনিবার রাতে ফয়সাল তার ঘরের আড়ার সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন। সকালে বাড়ির লোকজন তার ঝুলন্ত লাশ দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধের কারণে তিনি আত্মহত্যা করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন