শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

আজ পারনান্দুয়ালীতে ইছালে ছওয়াব মাহফিল শুরু

মাগুরা জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

বাংলার ওলিকুল সম্রাট, মুজাদ্দিদে জামান, চার তরিকার পীরে কামেল, আমিরুশ-শরিয়ত ওয়াত তরিকত ফুরফুরা শরিফের হযরত দাদা পীর ছাহেব কেবলাহ আলা আলহাজ হযরত আবু বক্কর ছিদ্দিকী (রহ:) এবং তদীয় প্রাণপ্রিয় প্রধান খলিফা বাংলার অদ্বিতীয় আলেম সুলতানুল ওয়ায়েজিন আল্লামায়ে বাংলা শাহ সুফি আলহাজ পীরে কামেল হযরত মাওলানা মোহাম্মদ রুহল আমীন (রহ.) স্মরণে ইছালে ছওয়াব ও বিশ্বের যে সমস্ত মোমেন মোমেনাত ইন্তেকাল করেছেন, তাদের পাক রূহের মাগফিরাত কামনার মধ্যদিয়ে আজ মঙ্গলবার বাদ আসর থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ৬৬তম বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল। মাগুরার পারনান্দুয়ালী ব্যাপারি পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে ওয়াজ করবেন আলহাজ আল্লামা রুহল আমীন সাহেব (রহ:) এর আওলাদ হযরত মাওলানা মো. শরফুল আমিন ছাহেব বসিরহাট ভারত। অন্যান্যের মধ্যে ওয়াজ করবেন আলহাজ মুফতি মাওলানা মো. ইউনুচ আলী, বারাসাত কালকাতা ভারত, হযরত মাওলানা জিল্লুর রহমান ফারুকী চাঁদপুর, হযরত মাওলানা মো. শামছুল আলম মোহেব্বী মুহাদ্দিস ছারছিনা জামেয়া দ্বীনিয়া মাদরাসা, হযরত মাওলানা আব্দুল মমিন ছাহেব পীর সাহেব সিদ্দীকিয়া দরবার শরিফ মাগুরা, আলহাজ হযরত মাওলানা মো. রুহল আমীন সালেহী সাহেব, হযরত মাওলানা আবু সালেহ মুহাম্মদ মুতাসিম বিল্লাহ, হযরত মাওলানা মুফতি মো. শাহ আলম সাহেব। তিন দিনব্যাপী এ ইছালে ছওয়াব মাহফিলে সভাপতিত্ব করেন হযরত মাওলানা মো. আলী রেজা সাহেব পেশ ইমাম ও খতিব ব্যাপারি পাড়া জামে মসজিদ। বৃহস্পতিবার রাতে দেশ জাতি ও বিশ্বের সকল মুসলমানের কল্যাণ কামনা করে মোনাজাতের মাধ্যমে শেষ হবে এ মাহফিল। প্রতি বছরের মতো এবারো দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার মোমিন মুসলমান মাহফিলে উপস্থিত হন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন