মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর এলাকার মহিষমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে গোপনীয়তা ও অনিয়মের অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন অভিবাবক ও দাতাসদস্যবৃন্দ। গতকাল সোমবার সকালে স্কুলচত্ব¡রে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় অনিয়মতান্ত্রিক ভাবে গাঠনকরা কমিটি ভেঙে দিয়ে নিয়মতান্ত্রিকভাবে নতুন করে যোগ্য ব্যক্তিদের নিয়ে কমিটি গঠনের দাবি জানান তারা। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করে বলেন ‘স্কুলের প্রধান শিক্ষক বিমল কৃষ্ণ মন্ডল সম্পূর্ণ গোপনীয়ভাবে অনিয়মতান্ত্রিকভাবে এলাকার ধর্ণাঢ্য ব্যক্তি মাইনুল হামিদ আজগর খাঁনকে সভাপতি বানিয়ে নেয়। বিষয়টি গ্রামবাসী অভিভাবক ও দাতা সদস্যদের মধ্যে জানাজানি হলে তাদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। আর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমলে নিয়ে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়ার দাবিতে তারা মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন