রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ভুরুঙ্গামারীতে মাদকসেবীর ঘুষিতে হোটেল মালিকের মৃত্যু

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

বিচার দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি
ভুরুঙ্গামারীতে এক মাদকসেবীর ঘুষিতে হোটেল ব্যবসায়ীর মৃত্যুতে ব্যবসায়ীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত রোববার রাত ৯টার দিকে উপজেলার ভারতীয় সীমান্ত ঘেঁষা শিলখুঁড়ী ইউনিয়নের পাগলাহাট বাজারের চা-বিক্রেতা মমিন উদ্দিন (৫০) স্থানীয় বিজিবি ক্যাম্পের সোর্স হিসেবে পরিচিত সুলতান ও কাদেরের কাছে পাওনা টাকা চাইলে তারা ভারতীয় গরু ব্যবসায়ের সাথে জড়িত জনৈক তারেকুল ইসলামকে (৪৫) মোবাইলে ডেকে আনে। মদ্যপ অবস্থায় তারেকুল হোটেলে এসে বাগি¦তন্ডার একপর্যায়ে হোটেল মালিক মমিনকে মারধর করলে তিনি ঘটনাস্থলে অচেতন হয়ে পড়েন। পরে তাকে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থকেন্দ্রে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এদিকে হোটেল মালিক মমিন উদ্দিনের মৃত্যুর সংবাদ পৌঁছলে স্থানীয় বিক্ষুব্ধ লোকজন তারেককে আটক করে গণধোলাই দেয়। পুলিশ খবর পেয়ে রাতে ঘটনাস্থলে পৌঁছলে বিক্ষুব্ধ জনগণ পুলিশের ওপর চড়াও হয়। এ ঘটনায় এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। গতকাল সোমবার সকালে পাগলার হাটের বিক্ষুব্ধ ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে অভিযুক্তদের বিচারে দাবিতে মানববন্ধন করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন